[১০] সুরা ইউনুস : আয়াত ২০ ।

[20] وَيَقولونَ لَولا أُنزِلَ عَلَيهِ ءايَةٌ مِن رَبِّهِ ۖ فَقُل إِنَّمَا الغَيبُ لِلَّهِ فَانتَظِروا إِنّى مَعَكُم مِنَ المُنتَظِرينَ

[20] বস্তুতঃ তারা বলে, তাঁর কাছে তাঁর পরওয়ারদেগারের পক্ষ থেকে কোন নির্দেশ এল না কেন? বলে দাও গায়েবের কথা আল্লাহই জানেন। আমি ও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।

[20] And they say: “How is it that not a sign is sent down on him from his Lord?” Say: “The unseen belongs to Allâh Alone, so wait you, verily I am with you among those who wait (for Allâh’s Judgement).”