সুরা ওয়াক্বিয়া : আয়াত ৪৭ ।

[৪৭]وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ
[৪৭]তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?         

সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫০ ।

[৫০]لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
[৫০]সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।

সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৭ ।

[৫৭]نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
[৫৭]আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।

সুরা ওয়াক্বিয়া : আয়াত ৬০ ।

[৬০]نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
[৬০]আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।