সুরা ফা’জর : আয়াত ২২(বাইশ)।

[22] وَجاءَ رَبُّكَ وَالمَلَكُ صَفًّا صَفًّا
[22] এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,
[22] And your Lord comes with the angels in rows,

সুরা ফা’জর : আয়াত ২৩(তেইশ)।

[23] وَجِا۟يءَ يَومَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَومَئِذٍ يَتَذَكَّرُ الإِنسٰنُ وَأَنّىٰ لَهُ الذِّكرىٰ
[23] এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
[23] And Hell will be brought near that Day. On that Day will man remember, but how will that remembrance (then) avail him?

সুরা ফা’জর : আয়াত ২৪(চব্বিশ)।

[24] يَقولُ يٰلَيتَنى قَدَّمتُ لِحَياتى
[24] সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!
[24] He will say: “Alas! Would that I had sent forth (good deeds) for (this) my life!”

সুরা ফা’জর : আয়াত ২৮(আটাশ)।

[28] ارجِعى إِلىٰ رَبِّكِ راضِيَةً مَرضِيَّةً
[28] তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
[28] “Come back to your Lord, Well-pleased (yourself) and well-pleasing (unto Him)!