সুরা ইনশিকাক : আয়াত ২১(একুশ)।

[21] وَإِذا قُرِئَ عَلَيهِمُ القُرءانُ لا يَسجُدونَ ۩
[21] যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
[21] And when the Qur’ân is recited to them, they fall not prostrate,

সুরা ইনশিকাক : আয়াত ২২(বাইশ)।

[22] بَلِ الَّذينَ كَفَروا يُكَذِّبونَ
[22] বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
[22] Nay, those who disbelieve, belie (Prophet Muhammad (SAW) and whatever he brought, i.e. this Qur’ân and Islâmic Monotheism, etc.).

সুরা ইনশিকাক : আয়াত ২৪(চব্বিশ)।

[24] فَبَشِّرهُم بِعَذابٍ أَليمٍ
[24] অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
[24] So announce to them a painful torment.

সুরা ইনশিকাক : আয়াত ২৫(পঁচিশ)।

[25] إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
[25] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
[25] Save those who believe and do righteous good deeds, for them is a reward that will never come to an end (i.e. Paradise).