সুরা মুদ্দাসসির : আয়াত ৪৫ ।

[45] وَكُنّا نَخوضُ مَعَ الخائِضينَ
[45] আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
[45] “And we used to talk falsehood (all that which Allâh hated) with vain talkers

সুরা মুদ্দাসসির : আয়াত ৪৮ ।

[48] فَما تَنفَعُهُم شَفٰعَةُ الشّٰفِعينَ
[48] অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
[48] So no intercession of intercessors will be of any use to them

সুরা মুদ্দাসসির : আয়াত ৪৯ ।

[49] فَما لَهُم عَنِ التَّذكِرَةِ مُعرِضينَ
[49] তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?
[49] Then what is wrong with them (i.e. the polythesists the disbelievers) that they turn away from (receiving) admonition?

সুরা মুদ্দাসসির : আয়াত ৫২ ।

[52] بَل يُريدُ كُلُّ امرِئٍ مِنهُم أَن يُؤتىٰ صُحُفًا مُنَشَّرَةً
[52] বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
[52] Nay, everyone of them desires that he should be given pages spread out (coming from Allâh with a writing that Islâm is the right religion, and Muhammad SAW has come with the truth from Allâh the Lord of the heavens and earth).

সুরা মুদ্দাসসির : আয়াত ৫৬ ।

[56] وَما يَذكُرونَ إِلّا أَن يَشاءَ اللَّهُ ۚ هُوَ أَهلُ التَّقوىٰ وَأَهلُ المَغفِرَةِ
[56] তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।
[56] And they will not receive admonition unless Allâh wills; He (Allâh) is the One, deserving that mankind should be afraid of, and should be dutiful to Him, and should not take any Ilâh (God) along with Him, and He is the One Who forgives (sins).