সুরা মা’য়ারিজ : আয়াত ৪১ ।

[41] عَلىٰ أَن نُبَدِّلَ خَيرًا مِنهُم وَما نَحنُ بِمَسبوقينَ
[41] তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
[41] To replace them by (others) better than them; and We are not to be outrun.

সুরা মা’য়ারিজ : আয়াত ৪২ ।

[42] فَذَرهُم يَخوضوا وَيَلعَبوا حَتّىٰ يُلٰقوا يَومَهُمُ الَّذى يوعَدونَ
[42] অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।
[42] So leave them to plunge in vain talk and play about, until they meet their Day which they are promised —

সুরা মা’য়ারিজ : আয়াত ৪৩ ।

[43] يَومَ يَخرُجونَ مِنَ الأَجداثِ سِراعًا كَأَنَّهُم إِلىٰ نُصُبٍ يوفِضونَ
[43] সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।
[43] The Day when they will come out of the graves quickly as racing to a goal,

সুরা মা’য়ারিজ : আয়াত ৪৪ ।

[44] خٰشِعَةً أَبصٰرُهُم تَرهَقُهُم ذِلَّةٌ ۚ ذٰلِكَ اليَومُ الَّذى كانوا يوعَدونَ
[44] তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।
[44] With their eyes lowered in fear and humility, ignominy covering them (all over)! That is the Day which they were promised!