সুরা হাক্বকাহ : আয়াত ২৪ ।

[24] كُلوا وَاشرَبوا هَنيـًٔا بِما أَسلَفتُم فِى الأَيّامِ الخالِيَةِ
[24] বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
[24] Eat and drink at ease for that which you have sent on before you in days past!

সুরা হাক্বকাহ : আয়াত ২৫ ।

[25] وَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ بِشِمالِهِ فَيَقولُ يٰلَيتَنى لَم أوتَ كِتٰبِيَه
[25] যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
[25] But as for him who will be given his Record in his left hand, will say: “I wish that I had not been given my Record!

সুরা হাক্বকাহ : আয়াত ৩২ ।

[32] ثُمَّ فى سِلسِلَةٍ ذَرعُها سَبعونَ ذِراعًا فَاسلُكوهُ
[32] অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
[32] “Then fasten him with a chain whereof the length is seventy cubits!”

সুরা হাক্বকাহ : আয়াত ৩৩ ।

[33] إِنَّهُ كانَ لا يُؤمِنُ بِاللَّهِ العَظيمِ
[33] নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
[33] Verily, He used not to believe in Allâh, the Most Great,

সুরা হাক্বকাহ : আয়াত ৪০ ।

[40] إِنَّهُ لَقَولُ رَسولٍ كَريمٍ
[40] নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
[40] That this is verily the word of an honoured Messenger [i.e. Jibril (Gabriel) or Muhammad SAW which he has brought from Allâh].