সুরা ক্বাফ : আয়াত ৪১ ।

[41] وَاستَمِع يَومَ يُنادِ المُنادِ مِن مَكانٍ قَريبٍ
[41] শুন, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে।
[41] And listen on the Day when the caller will call from a near place,

সুরা ক্বাফ : আয়াত ৪২ ।

[42] يَومَ يَسمَعونَ الصَّيحَةَ بِالحَقِّ ۚ ذٰلِكَ يَومُ الخُروجِ
[42] যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরত্থান দিবস।
[42] The Day when they will hear As-Saihah (shout) in truth, that will be the Day of coming out (from the graves i.e. the Day of Resurrection).

সুরা ক্বাফ : আয়াত ৪৩ ।

[43] إِنّا نَحنُ نُحيۦ وَنُميتُ وَإِلَينَا المَصيرُ
[43] আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।
[43] Verily, We it is Who give life and cause death; and to Us is the final return,

সুরা ক্বাফ : আয়াত ৪৪ ।

[44] يَومَ تَشَقَّقُ الأَرضُ عَنهُم سِراعًا ۚ ذٰلِكَ حَشرٌ عَلَينا يَسيرٌ
[44] যেদিন ভূমন্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে। এটা এমন সমবেত করা, যা আমার জন্যে অতি সহজ।
[44] On the Day when the earth shall be cleft, from off them, (they will come out) hastening forth. That will be a gathering, quite easy for Us.

সুরা ক্বাফ : আয়াত ৪৫ ।

[45] نَحنُ أَعلَمُ بِما يَقولونَ ۖ وَما أَنتَ عَلَيهِم بِجَبّارٍ ۖ فَذَكِّر بِالقُرءانِ مَن يَخافُ وَعيدِ
[45] তারা যা বলে, তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোরজবরকারী নন। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।
[45] We know of best what they say; and you (O Muhammad SAW) are not the one to force them (to Belief). But warn by the Qur’ân, him who fears My Threat.